দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক সভাপতি মাহবুবুল আলমের বাসায় যৌথ অভিযান চালিয়েছে র্যাব ও দুর্নীতি দমন কমিশন (দুদক)। হাজার কোটি টাকার খোঁজে এ অভিযান চালানো হয়েছে বলে তথ্য দিয়েছে সংশ্লিষ্ট একটি সূত্র।
সোমবার (৩০ ডিসেম্বর) গভীররাতে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন নাসিরাবাদ আবাসিক এলাকাস্থ মাহবুবুল আলমের নিজস্ব বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
সূত্রে জানা যায়, মাহবুবুল আলম আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধ উপায়ে দেশে-বিদেশে বিপুল পরিমাণ সম্পদ গড়ার অভিযোগ রয়েছে। বাসায় বিপুল পরিমাণ টাকা ও বৈদেশিক মুদ্রা থাকার গোয়েন্দা তথ্য পেয়ে ওই অভিযান পরিচালনা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আর এতে সঙ্গে অংশ নেয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব)।
অভিযানের তল্লাশি প্রতিবেদনে দেখা যায়, মূল অভিযান পরিচালনা করে দুদক। এতে সহায়তাকারী হিসেবে র্যাবের বিপুল সংখ্যক ফোর্স উপস্থিত ছিলেন। একই সঙ্গে ছিলেন ইউসুফ হাসান নামে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তিনি চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্বে রয়েছেন।
তল্লাশি প্রতিবেদনটি প্রস্তুত করেছেন দুদক সমন্বিত জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক মো. এমরান হোসেন। প্রতিবেদনে তিনি উল্লেখ করেছেন, সোমবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে অভিযান শুরু হয় এবং শেষ হয় রাত ২টা ৪০ মিনিটে। অভিযানে তল্লাশিকালে কোনো মালামাল বা আলামত পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয় প্রতিবেদনটিতে। একারণে কোনো মালামাল বা আলামতও হেফাজতে নেওয়া হয়নি।
তল্লাশি প্রতিবেদনটিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি র্যাবের টিমের পক্ষে একজন সই করেন। এছাড়া মাহবুবুলের পরিবারের পক্ষে তার এক মেয়ে মেহেরুবা মাহবুব এবং দুই মেয়ের স্বামী তাহমিদুর রহমান ও তাসনিম মাহমুদ সই করেন।
এ বিষয়ে জানতে দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এর উপ-পরিচালক নাজমুস সাদাতের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি মাহবুবুল আলম ২০২৩ সালের ১৫ আগস্ট দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতির দায়িত্ব নেন। এর পেছনে বড় ভূমিকা রাখেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা বর্তমানে কারাবন্দি সালমান এফ রহমান।
ব্যবসায়ীদের দাবির মুখে গত সেপ্টেম্বরের শুরুর দিকে সিঙ্গাপুর থেকে তিনি ই–মেইলে পদত্যাগপত্র পাঠিয়ে এফবিসিসিআই সভাপতির পদ ছাড়েন।
এর আগে ২০২৩ সালের ৮ আগস্ট প্রভাব খাটিয়ে নিজের এক মেয়ে রাইসা মাহবুবকে চিটাগাং চেম্বার অব কমার্সের সহ-সভাপতি বানিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন মাহবুবুল আলম। তার আরেক মেয়ে মুনাল মাহবুব গত ৪ ডিসেম্বর চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়েছেন। এতেও মাহবুব নানাভাবে বিদেশে থেকেও প্রভাব খাটিয়েছেন বলে জানা গেছে।
সূত্রঃ বিডি24লাইভ
আই/অননিউজ২৪।