হাটগাঙ্গাপাড়ায় পল্লীবিদ্যুতের আগুনে দোকান পুড়ে ছাই
বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

বাগমারার হাট গাঙ্গোপাড়ায় পল্লী বিদ্যুতের আগুনে মেসার্স মিজান কৃষি ভান্ডার দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ওই দোকানের সমস্ত মালামাল পুড়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
জানা গেছে, শুক্রবার গভীর রাতে হাট গাঙ্গোপাড়া বাজারে মেসার্স মিজান কৃষি ভান্ডার দোকানে পল্লী বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এই আগুন মূহুর্তের মধ্যে পুরো দোকানে টিনের চালায় ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে একঘন্টা পর বাগমারার শিকদারি থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দমকল দ্বারা পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রন করেন। এতে মার্কেটের আশেপাশের অন্যান্য দোকান রক্ষা পায়। তবে মেসার্স মিজান কৃষি ভান্ডার দোকানে থাকা সমস্ত মালামালসহ পুরো দোকান ঘর পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মেসার্স মিজান কৃষি ভান্ডারের স্বত্বাাধিকারী মিজানুর রহমান জানান, পল্লী বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে তার দোকানের সমস্ত মালামাল পুড়ে সয়লাভ হয়ে গেছে। এতে তারা প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে ।