বাগমারার হাট গাঙ্গোপাড়ায় একতা ইলেকট্রনিক্স এর শো-রুম উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে শো-রুমে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় একতা ইলেকট্রনিক্স ও স্বপ্ন প্রোপাটিজের সত্বাধিকারি সোহেল রানার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- হাটগাঙ্গোপাড়া বিএম কলেজের অধ্যক্ষ আশরাফুল ইসলাম, বানইল উচ্চ বিদ্যালয়ের সহকারি ইংরেজি শিক্ষক শরিফুল ইসলাম, যমুনা ইলেকট্রনিক্স এর জোনাল ম্যানেজার রায়হান কবির, বাসনা জনকল্যান সংস্থার নির্বাহী পরিচালক আজাহারুল ইসলাম ও শাখা ব্যবস্থাপক গোলাম মোস্তফাসহ আরো অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন একতা এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক রেজাউল হক। আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন সহকারি শিক্ষক মাওলানা সাইফুল ইসলাম।