বাগমারার হাটগাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে শনিবার স্কুল মাঠে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন রাজশাহী অ্যাডভোকেট বার এসোসিয়েশনের সভাপতি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন।
বক্তব্য দেন- গোবিন্দপাড়া ইউপির সাবেক ইউপি চেয়ারম্যান বিজন সরকার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, গাঙ্গোপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল হামিদ মোল্লা, প্রাক্তন প্রধান শিক্ষক নূরুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য প্রভাষক কাজেম উদ্দিন, উপাধ্যক্ষ মুনছুর রহমান, প্রধান শিক্ষক আহসান হাবিব, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ শেখ, বীরমুক্তিযোদ্ধা আনিছুর রহমান, ইউপি সদস্য আফজাল হোসেন ও শিক্ষার্থীদের মধ্যে শাবিহা প্রাং অর্পা। অনুষ্ঠান সঞ্চালনা করেন আউচপাড়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মাষ্টার মশিউর রহমান। শেষে দোয়া পরিচালনা করেন সহকারী শিক্ষক মাওলানা গোলাম মোস্তাফা।
এফআর/অননিউজ