ফেনীর সোনাগাজীর চরচান্দিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী ভূঁইয়া বাজার হাবিবিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে প্রত্যাশা ও প্রাপ্তি সমাবেশ শনিবার বিকেলে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
ডাক্তার মোশারফ হোসেনের সভাপতিত্বে ও মাদ্রাসার শিক্ষক মুফতি আবদুল হালিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক ডা. মো. নুর উল্যাহ।
প্রত্যাশা ও প্রাপ্তি সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ঢাকাস্থ ইনটেক প্রোপ্রার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট সমাজসেবক এম. ফখরুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার মাওলানা মো. ইউনুস ও সোনাগাজী প্রেস ক্লাবের সভাপতি দৈনিক কালের কণ্ঠের সোনাগাজী প্রতিনিধি সাংবাদিক শেখ আবদুল হান্নান। আরো উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তর সোনাগাজী (ফেনী) দক্ষিণ প্রতিনিধি সাংবাদিক জাবেদ হোসাইন মামুন, ইউপি সদস্য শফি উল্যাহ কালাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ওলামা বাজার মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা ক্বারী মো. ইব্রাহীম।
অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক ডা. মো. নুর উল্যার ব্যক্তিগত অর্থায়নে মাদ্রাসার ৪৫ জন্য শিক্ষার্থীর মাঝে পূর্ণাঙ্গ মাদ্রাসার পোষাক বিতরণ করা হয়।