হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো জুড়ী থানা পুলিশ
জুড়ী প্রতিনিধি।।
মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলায় আইফোন মোবাইল হারিয়ে যায় পরে জুড়ী থানায় একটি জিডি করেন মোবাইলের মালিক হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেছে জুড়ী থানা পুলিশ
জানা যায়, কিছুদিন আগে মোবাইলটা ফুলতলা ইউনিয়ন এলাকায় হারিয়ে ফেলে ।পরে তিনি জুড়ী থানায় একটি হারানো জিডি করেন। জিডি এন্ট্রির পরে জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন এর সার্বিক দিকনির্দেশনায় এএসআই মহিউদ্দিন ভূঁইয়ার তথ্য প্রযুক্তির সহায়তায় সিলেট এলাকা থেকে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করেন। এরপর মোবাইলের মালিক নিকট হস্তান্তর করেন।
হারানো মোবাইল ফোন পেয়ে মোবাইলের মালিক জুড়ী থানা পুলিশকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জুড়ী থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন জানান এএসআই মহি উদ্দিন প্রায়ই বিভিন্ন উদ্ধার অভিযান পরিচালনা করে থাকে। এ পর্যন্ত তার উল্লেখযোগ্য পরিমাণ রিকোভারি রয়েছে।অদ্যাবধি সময়ে সে আরও ০৫(পাঁচ) টি মোবাইল উদ্ধার করেছে যা প্রকৃত মালিকের জিম্মায় হস্তান্তরের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।উল্লেখ্য আরও ০৩ টি হারানো মোবাইল উদ্ধার সহ বিকাশের ভুল নাম্বারে পাঠানো ৩০,০০০( ত্রিশ হাজার) টাকা উদ্ধার করার ব্যাপারে তার কার্যক্রম শেষ পর্যায়ে।
এফআর/অননিউজ