হারিয়ে যাওয়া মাকে খুঁজে পেতে ছবি হাতে ঘুরছেন ছেলে

শাহীন আহমেদ, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

হারিয়ে যাওয়া মাকে খুঁজে পাওয়ার জন্য মায়ের ছবি প্রিন্ট করে হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন ছেলে জমির উদ্দিন। তার মনে কেবল একটাই আশা—মাকে ফিরে পাওয়া। এখন পথে পথে ঘুরে বেড়াচ্ছেন ছবি হাতে। চোখে কান্নার জল আর মুখে একটি অনুরোধ—“আমার মাকে কেউ কি দেখেছেন?”

কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার মাদারগঞ্জ গ্রামের চেয়ারম্যান পাড়ার মোঃ মনির হোসেনের স্ত্রী মোছাঃ ফেরদৌসী বেগম ওরফে বাচু খাতুন (বয়স আনুমানিক ৪৫) গত ২২ মে ২০২৫, সকাল আনুমানিক সকাল ১০টার দিকে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেননি। হারিয়ে যাওয়া ব্যক্তির স্বামী মোঃ মনির হোসেন ২৫ মে ২০২৫ ইং তারিখে কচাকাটা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর: ১০২৪।

ফেরদৌসী বেগম দীর্ঘদিন ধরেই কিছুটা মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তবে কথা বলতে পারেন এবং নাম ঠিকানা সবকিছু বলতে পারেন। নিখোঁজের সময় তার পরনে ছিল বেগুনি রঙের শাড়ি ও গোলাপি বোরখা। পরিবারের লোকজন আত্মীয়-স্বজন ও চারপাশের গ্রামে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পায়নি।

বাচু খাতুনের পরিবারে দুটি সন্তান রয়েছে। ছোট ছেলে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। বড় ছেলে জেলার বাইরে পরিবহন শ্রমিকের কাজ করেন। মা নিখোঁজ হওয়ার খবর পেয়ে ছুটে এসেছেন। মায়ের ছবি হাতে নিয়ে তিনি এখন পথে পথে ঘুরছেন। মায়ের ছবি প্রিন্ট করে নিয়ে তিনি প্রতিটি বাজারে, মোড়ে মোড়ে, মানুষের কাছে ছুটে যাচ্ছেন এবং বিলি করছেন।

একটি অসহায় পরিবারের শেষ আশাটুকু এখন আপনাদের দয়ার উপর নির্ভর করছে। সবকিছু ফেলে আজ মায়ের জন্য পথে পথে ঘুরছেন, মানুষের কাছে হাতজোড়ে অনুরোধ করছেন। চোখে তার একটাই আকুতি—“কেউ কি আমার মাকে কোথাও দেখেছেন?আমার মাকে কেউ দেখলে একটু খবর দেবেন।”

সবার কাছে আবেদন, যদি কেউ মোছাঃ বাচু খাতুনকে দেখে থাকেন বা তার কোনো খোঁজ পেয়ে থাকেন, তাহলে নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ রইল:

যোগাযোগ: ০১৮৭০৮২১২৫৫

 সন্তান তার নিখোঁজ মায়ের জন্য পাগল প্রায়। আসুন, আমরা সবাই একটু চোখ-কান খোলা রাখি। হয়তো আপনার একটি খবরেই ফিরে আসবে একটি পরিবারে মা নামের আশ্রয়টুকু।

আরো দেখুনঃ