মো: মঈন উদ্দিন রায়হান,(ময়মনসিংহ)
ময়মনসিংহের হালুয়াঘাটে ট্রাক চাপায় মোস্তফা কামাল (৪০) নামে এক মাছ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (২৯ আগস্ট) সকালে ময়মনসিংহ-হালুয়াঘাট আঞ্চলিক সড়কের বীরগুছিনা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তফা কামাল উপজেলার স্বদেশী ইউনিয়নের বাউসী এলাকার ছমির উদ্দিন শখরের পুত্র। স্থানীয়রা জানায়, বাড়ি থেকে প্রতিদিনের মতো পোনা মাছ ক্রয় করতে এসেছিলেন মোস্তফা। ঘটনাস্থলে দাড়িয়ে থেকে অটোচালক'কে ভাড়া দিয়ে রাস্তা পার হওয়ার সময় উল্টো দিক থেকে আসা একটি ট্রাক সজোরে তাকে আঘাত করে । মাথার অংশে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ট্রাক চালক মৃত্যুর বিষয়টি বুঝতে পেরে ঘটনার অদূরে ট্রাক ফেলে রেখে পালিয়ে যায়। পরে থানা পুলিশ ট্রাকটিকে জব্দ করে থানায় নিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায় বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার ও ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাক চালক পালিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এসকেডি/অননিউজ