হালুয়াঘাটে ট্রলি উল্টে স্থলবন্দরের দুই শ্রমিকের মৃত্যু
মঈন উদ্দিন রায়হান. ময়মনসিংহ থেকে ।।
ময়মনসিংহের হালুয়াঘাট স্থলবন্দরে ট্রলি উল্টে দুই শ্রমিক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো ছয়জন। নিহতরা হলেন উপজেলার স্বদেশী ইউনিয়নের গাজীপুর গ্রামের শামছুদ্দিনের পুত্র হাবিবুর রহমান হবি (৩৫) ও একই এলাকার ওহেদ আলীর পুত্র হারুন আলী (৬৫)।
স্থনীয়রা জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া স্থলবন্দরের ৮-১০ জন শ্রমিক একটি ট্রলিযোগে একটি ঢালাই মেশিনসহ কাজে যোগদানের জন্য যাওয়ার পথে নড়াইল ইটাখলা নামক স্থানে ট্রলিটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজন মারা যায়।
আহত ৭ শ্রমিককে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আরো একজনকে মৃত ঘোষনা করেন। হালুয়াঘাট থানার ওসি শাহীনুজ্জামান শাহীন জানান, আহতদের মধ্যে গুরুতর অবস্থায় তিনজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ২৪।।