আওয়ামী লীগের শাসনামলে গুম ও জুলাই গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় মোট ৯৭ জনের পাসপোর্ট বাতিল করেছে সরকার। এর মধ্যে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।
পাসপোর্ট অফিসের বরাত দিয়ে আজাদ মজুমদার বলেন, গুম ও হত্যার সঙ্গে জড়িত ২২ জন এবং জুলাই গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ৭৫ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে।
সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে, তালিকায় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক।
পাসপোর্ট বাতিলের তালিকায় আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে রয়েছেন ওবায়দুল কাদের, আ ক ম মোজাম্মেল হক, হাছান মাহমুদ, আসাদুজ্জামান খান, মাহবুব উল আলম হানিফ, বাহাউদ্দিন নাছিম, মির্জা আজম, মহিবুল হাসান চৌধুরী, নসরুল হামিদ, মোহাম্মদ এ আরাফাত, শামীম ওসমান, মৃণাল কান্তি দাস, ইলিয়াস মোল্লা, বেনজির আহমেদ, মাইনুল হোসেন খান, ওয়াকিল উদ্দিন ও সোলাইমান সেলিম। এ ছাড়া তালিকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নাম রয়েছে।
বর্তমানে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট বাতিলের বিষয়ে ভারতকে জানানো হয়েছে কি না এবং পাসপোর্ট বাতিলের তালিকায় আর কে কে আছেন—এমন প্রশ্নের জবাবে উপ-প্রেস সচিব আজাদ মজুমদার বলেন, তাঁর (শেখ হাসিনা) যে পাসপোর্ট বাতিল হয়েছে, এটা কিন্তু ভারত সরকারও জানে এবং ভারত সরকার থেকে ইতিমধ্যে বলা হয়েছে, তাঁকে ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করা হয়েছে। আর যাঁদের পাসপোর্ট বাতিল করা হয়েছে, এই মুহূর্তে সুনির্দিষ্ট করে নাম প্রকাশ করা সম্ভব নয়।
আজাদ মজুমদার জানান, পাসপোর্ট অফিস থেকে তাঁদের জানানো হয়েছে, আবেদনকারীদের অনেকে পাসপোর্ট অফিস-সংলগ্ন দোকান থেকে আবেদন করেন। এই দোকানগুলো ঘিরে কিছু দালাল চক্র গড়ে ওঠে। ফলে সেবাপ্রার্থীদের কিছু অসুবিধার সৃষ্টি হয়। এ সমস্যা কাটিয়ে ওঠার জন্য সিদ্ধান্ত হয়েছে, যথাযথ কিছু এজেন্ট নিয়োগ দেওয়া হবে। যারা আবেদনকারীদের সাহায্য করবে।
আজাদ মজুমদার বলেন, বাংলাদেশি নাগরিকেরা দেশে পাসপোর্টের জন্য আবেদন করলে সেটি সরবরাহের জন্য প্রস্তুত হলে খুদে বার্তা পান। এখন প্রবাসী বাংলাদেশিদের জন্য বিদেশেও এই সুবিধা চালু হবে।
সূত্রঃ বিডি24লাইভ
আই/অননিউজ২৪।