হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড পাওয়ায় সোনাগাজীতে মানবাধিকার নেতা কবির আহমদকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা
জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি।।
হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড পাওয়ায় ফেনীর সোনাগাজীতে মানবাধিকার নেতা কবির আহমদকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। শনিবার বিকালে কবির টাওয়ারে অবস্থিত তার নিজস্ব কার্যালয়ে তাকে এ শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির নির্বাহী পরিচালক কাজী মিজানুর রহমান মিস্টার, সোনাগাজী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ হোসাইন মামুন, সাংবাদিক হাসান মাহমুদ, মানব কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক সার্জেন্ট অব. মহিউদ্দিন, বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির ফেনী জেলা পরিদর্শক মো. খুরশিদ আলম, মানব কল্যাণ ট্রাস্টের সহসভাপতি নুরনবী, বেলায়েত হোসেন মিলন, মাস্টার আবদুল হক, আবদুস সালাম আমিন ও সদস্য আকবর হোসেন সুমন সহ বিভিন্ন সংগঠনের সদস্য বৃন্দ।
ফেনী জেলার সোনাগাজী উপজেলার উত্তর চরচান্দিয়া গ্রামের কৃতি সন্তান আবুল বাশার কবির আহমদ। তিনি বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির কেন্দ্রীয় সিনিয়র সহকারী পরিচালক ও সোনাগাজী মানব কল্যাণ ট্রাস্টের সভাপতি হিসেবে নানা সমাজ কর্মে নিজেকে নিয়োজিত রেখেছেন। গত ২৭ ডিসেম্বর শুক্রবার বিকালে রাজধানীর কাওরান বাজারে অবস্থিত ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির বর্ষপূর্তি ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে সমাজ কর্মে বিশেষ অবদানের জন্য তাকে এ সম্মাননা দেয়া হয়। তিনি এ সম্মাননা সোনাগাজীবাসীর জন্য উৎস্বর্গ করেছেন বলে জানিয়েছেন।