হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধ করার দাবীতে আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলার মানববন্ধন

কুমিল্লা প্রতিনিধি।।

৩১ অক্টোবর শুক্রবার বিকেল ৩ টায় হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবীতে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, কুমিল্লা সাংগঠনিক জেলার পক্ষ থেকে কুমিল্লা শহরের পূবালী চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন ‘জেলা আন্দোলন’ – এর সভাপতি মাওলানা মুহাম্মাদ ছফিউল্লাহ। সমাবেশে জেলা সভাপতি সহ অন্যান্য বক্তারা বলেন, ইসকন একটি উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন।

এরা দীর্ঘদিন যাবত বাংলাদেশে হিন্দু মন্দির স্থাপন ও হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার নামে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এদের সাথে এদেশের সাধারণ হিন্দুদেরও কোনো সংশ্লিষ্টতা নেই। এরা বাংলাদেশে যুগ যুগ ধরে চলে আসা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চায়। এরা সরল সিধা মুসলিম তরুণীদের টার্গেট করে হিন্দুদের সাথে অপকর্মে লিপ্ত করতে বাধ্য করছে।

এরা ব্রাহ্মণ্যবাদী এজেন্ডা বাস্তবায়ন করে এদেশকে অস্থিতিশীল করতে চায়। এদের হাত থেকে কোনো মুসলমানই নিরাপদ নয়। এদের কর্মকাণ্ড এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ধর্মীয় সম্প্রীতির জন্য মারাত্মক হুমকি। তাই অবিলম্বে এই উগ্রবাদী সংগঠনের সকল কার্যক্রম তদন্তপূর্বক নিষিদ্ধ করতে হবে এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমাদুল্লাহ, ‘জেলা আন্দোলন’ – এর সহ সভাপতি মাওলানা মুসলেহুদ্দীন, সাধারণ সম্পাদক জামীলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসাইন, ও জেলা যুবসংঘের সভাপতি রুহুল আমীন সহ প্রমূখ।

আরো দেখুনঃ