দিনাজপুরের হিলিতে অপহরনের দুদিন পর দশম শ্রেনীতে পড়ুয়া এক হিন্দু কিশোরীকে উদ্ধার ও অপহরনের সাথে জড়িত রবিউল আউয়াল (৪০)নামের এক অপহরনকারীকে আটক করেছে করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৪টায় দিনাজপুর সদরের লালবাগ এলাকা থেকে ওই কিশোরীকে উদ্ধার ও অপহরনকারীকে আটক করে পুলিশ। আটক আউয়াল হিলির সাদুড়িয়া গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে।
হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার শরিফ আল রাজীব বলেন, গত ৩১ আগষ্ট রাতে হিলির সাদুড়িয়া গ্রামের এক হিন্দু ধর্মালম্বী ব্যাক্তি থানায় এসে অভিযোগ দেন যে তার নাবালিকা মেয়েকে কেবা কাহারা বাড়ি থেকে অপহরন করে নিয়ে যান।
বিষয়টিকে অতি গুরত্ব সহকারে নিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান নিশ্চিতের পরে আজ বৃহস্পতিবার ভোররাতে পুলিশের একটি বিশেষ টিম দিনাজপুর সদরের লালবাগ এলাকায় অভিযান চালিয়ে সেখান থেকে ওই কিশোরীকে উদ্ধার ও অপহরনকারী রবিউল আউয়ালকে আটক করে। আটককৃতের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের পুর্বক দিনাজপুর আদালতে প্রেরন করা হয়েছে। ভিকটিমকে প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জেনি/অননিউজটুয়েন্টিফোর