দিনাজপুরের হিলিতে আলোচনাসভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন করা হয়েছে। দিনটি উপলক্ষ্যে রবিবার দুপুরে ইসলামিক ফাউন্ডেশেন হাকিমপুর উপজেলা শাখার আয়োজনে হিলি বাজারস্থ কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কার্যালয়ে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা পবিত্র ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। পরে সেখানে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশন হাকিমপুর উপজেলা শাখার মডেল কেয়ার টেকার সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন সাধারন কেয়ার টেকার মাহাতাব উদ্দিন,শাহ আলমসহ অনেকে।