দিনাজপুরের হিলিতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ আনসার আলী (৪৯) নামের এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল ১০টায় হিলির রাজধানী মোড় নামক এলাকা থেকে তাকে আটক করেছে পুলিশ। আটক আনসার আলী ওই এলাকার মৃত নবাব আলীর ছেলে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার শামীম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে হিলির রাজধানী মোড় এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় ২১ পুরিয়া (২ গ্রাম) হেরোইন এবং ১৭ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আনসার আলীকে হাতেনাতে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরপুর্বক তাকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।