দিনাজপুরের হিলিতে বিশেষ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত পলাতক ৬ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে তাদের নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলো, হিলির রায়ভাগ গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে শিবুর পারভেজ প্রিন্স (৪০),নওপাড়া গ্রামের আবুল কালামের ছেলে রেফাত হোসেন ওরফে কাজল সরদার(৩৮), ধরন্দা গ্রামের তোরাফ আলীর ছেলে বোরহান আলী (৩৬), দক্ষিনবাসুদেবপুর গ্রামের মন্টু মিয়ার ছেলে হারুন অর রশীদ (৪৫), একই এলাকার বাবুল হোসেনের ছেলে লেমন হোসেন (৩০) ও পাপ্পু হোসেন (৩৩)।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামীদের গ্রেফতারে মঙ্গলবার দিবাগত ভোররাতে হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ৬জন গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলার গ্রেফতারী পরোয়ানা জারী ছিল, এরা দীর্ঘদিন ধরেই পলাতক ছিল। পরে তাদের সকলকে বুধবার সকালে দিনাজপুর আদালতে প্রেরন করা হয়েছে।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24