দিনাজপুরের হিলিতে করোনা সংক্রামন রোধে পৌরবাসীর মাঝে জনসচেতনতা বাড়াতে বিশেষ প্রচার মাইকের উদ্বোধন করা হয়েছে। একইসাথে বয়স্ক,বিধবা ভাতাবিতরনের তারিখ জানানোসহ জনগনকে পৌরসভার নানা কর্মকান্ডের তথ্য ও সরকারি নির্দেশনা প্রচারের জন্য এই প্রচার মাইক ব্যবহৃত হবে।
শুক্রবার দুপুর সাড়ে ১২টায় হাকিমপুর(হিলি) পৌরসভা চত্বরে দিনাজপুর-৬ আসনের সাংসদ শিবলী সাদিক এই বিশেষ প্রচার মাইকের উদ্বোধন করেন। হিলিস্থলবন্দর, হিলি বাজারের বিভিন্ন মোড়ে মোড়ে, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ৬০টি মাইক টাঙানো হয়েছে। যার মাধ্যমে এই বিশেষ প্রচারনা চালানো হবে।পর্যায়ক্রমে পৌরসভার সবকটি ওয়ার্ডেই এই মাইক স্থাপন করা হবে।
হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্তের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ, বিরামপুর উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, ভাইসচেয়ারম্যান শাহিনুর রেজা, ওসি মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন, পৌরসভার প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম লিটনসহ অনেকে।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24.