দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাচামরিচ আমদানি বন্ধ থাকলেও বাজারে দেশীয় কাচামরিচের সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে হিলিতে কাচামরিচের দাম নেমেছে ২৫টাকায়।
একসপ্তাহপুর্বে প্রতিকেজি দেশীয় কাচামরিচ পাইকারিতে ৫০টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ২৫টাকা দরে বিক্রি হচ্ছে। একইভাবে খুচরাতেও দাম কমেছে পুর্বে ৬০টাকা বিক্রি হলেও বর্তমানে তা কমে ৩০টাকায় বিক্রি হচ্ছে। এদিকে কাচামরিচের দাম কমায় খুশি নিন্ম আয়ের মানুষজন।
হিলি বাজারে কাচামরিচ কিনতে আসা সিরাজুল ইসলাম বলেন, বাজারে সবজিনিসের দাম যখন উদ্ধমুখি ব্যায়ভার মেটাতে যথন আমাদের হিমশিম খেতে হচ্ছে। সেসময় কিছুটা স্বস্তি ফিরেছে কাচামরিচের দামে,কয়েকদিনের ব্যবধানে দাম অর্ধেকে নেমেছে।
কয়েকদিন আগেও এককেজি কাচামরিচ কিনতে ৬০টাকা লাগতো এখন সেখানে তার অর্ধেক ৩০টাকা লাগছে। আগে দাম বেশী থাকার কারনে কিছুটা কম নিলেও এখন দাম কমায় কিছুটা বাড়তি কিনতে পারছি।এতে করে আমাদের মতো নিন্ম আয়ের মানুষদের মাঝে স্বস্তি ফিরেছে,এমন দাম অন্য পণ্যগুলোর ক্ষেত্রে কমলে আরো ভালো হতো।
হিলি বাজারের কাচামরিচ বিক্রেতা বিপ্লব শেখ বলেন,পুর্বে অতিরিক্ত গরম ও বন্যার কারনে দেশের বিভিন্ন অঞ্চলে কাচামরিচের উৎপাদন ব্যাহত হওয়ায় সরবরাহ কমে দাম বেড়ে যায়। এখন শীত মৌসুম পড়ায় বিভিন্ন অঞ্চলে কাচামরিচের আবাদ ভালো হওয়ায় কাচমরিচের উৎপাদন বেড়েছে। নওগা বগুড়াসহ বিভিন্ন অঞ্চলের পর্যাপ্ত পরিমানে কাচামরিচ বাজারে উঠতে শুরু করেছে।
এতে করে বাজারগুলোতে দেশীয় কাচামরিচের সরবরাহ আগের তুলনায় বেড়েছে যার কারনেই কাচামরিচের দাম কমতে শুরু করেছে। দামে পড়তা না থাকায় হিলি স্থলবন্দর দিয়ে কাচামরিচ আমদানি বন্ধ থাকলেও তার কোন প্রভাব দামের উপরে পড়েনি উল্টো দাম আরো কমছে।
আয়েশা আক্তার/অননিউজ24
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com