দিনাজপুরের হিলিতে ৪টি কিশোর কিশোরী ক্লাবের মাঝে বাদ্যযন্ত্র, বাইসাইকেল ক্রীড়া ও শিক্ষা সহায়ক বিভিন্ন সামগ্রী বিতরন করা হয়েছে।
মহিলা বিষয়ক অধিদপ্তরের কিশোর কিশোরী ক্লাব প্রকল্পের সহযোগীতায় হাকিমপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে শুক্রবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ৪টি কিশোর কিশোরী ক্লাবের সদস্যদের মাঝে এসব সামগ্রী বিতরন করেন দিনাজপুর-৬ আসনের সাংসদ শিবলী সাদিক।
এসময় প্রত্যেকটি কিশোর কিশোরী ক্লাবের মাঝে হারমোনিয়াম,ক্যারামবোর্ড, তবলা,ডাবা,লুডুসহ ১৯প্রকার সামগ্রী বিতরন করা হয়। হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ, বিরামপুর উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা লস্কর, ওসি মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব
হোসেনসহ অনেকে।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24.