সারাদেশের ন্যায় দিনাজপুরের হিলিতে কৃষকদের নিকট থেকে ন্যায্যমুল্যে অভ্যন্তরীন আমন ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে।
খাদ্য মন্ত্রনালয়ের আয়োজনে হিলি এলএসডি খাদ্য গুদাম চত্বরে রবিবার বিকেল সোয়া ৪টায় অতিরিক্ত কৃষি অফিসার আরজেনা বেগম ফিতা কেটে এই ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন। উদ্বোধনি দিনে দুজন কৃষকের নিকট থেকে ১টন করে ২টন ধান সংগ্রহ করা হয়। এসময় সেখানে হিলি এলএসডি খাদ্যগুদাম কর্মকর্তা জোসেফ হাসদা, খলিলুর রহমান, চালকল মালিক গনেশ প্রসাদসহ অনেকে উপস্থিত ছিলেন।
হিলি এলএসডি খাদ্যগুদাম কর্মকর্তা জোসেফ হাসদা বলেন, এবারে কৃষকদের নিকট থেকে ২৭টাকা কেজি দরে ধান ও ৪০টাকা কেজি দরে চাল সংগ্রহের ঘোষনা দিয়েছে সরকার। সে মোতাবেক চলতি মৌসুমে হিলি এলএসডি খাদ্যগুদামে ৪৪৬মেট্রিকটন ধান ও ২০৫মেট্রিকটন চাল সংগ্রহের বরাদ্দ দিয়েছেন।সারাদেশের ন্যায় আজ এই কার্যক্রমের উদ্বোধন করা হলো আগামী ২৮শে ফেব্রুয়ারী পর্যন্ত এই সংগ্রহ অভিযান চলবে।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com