দিনাজপুরের হিলিতে গরীব, অসহায় দুস্থ্য শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপ। মঙ্গলবার বিকেল ৪টায় হিলি স্থলবন্দর আমদানি ও রফতানিকারক গ্রুপের আয়োজনে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে সীমান্তবর্তী এলাকার শতাধিক গরীব, অসহায়,দুস্থ্য শীতার্ত মানুষদের মাঝে কম্বল তুলে দেন সংগঠনটির সভাপতি ও হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন।
এসময় সেখানে উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি শাহীনুর রেজা শাহীন, যুগ্ম সম্পাদক জুয়েল হোসেন, দপ্তর সম্পাদক ওয়াহেদুর রহমান রিপন, কার্যকরি সদস্য শাহ-আলম প্রধান, উপজেলা আওয়ামীলীগের সাধারন আব্দুর রহমান লিটন, যুবলীগের সভাপতি আমিরুল ইসলাম লিটনসহ অনেকে।