‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের হিলিতে ফেরদৌস আলী খান মডেল স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীদের মাঝে নিজের লেখা বঙ্গবন্ধু বিষয়ক ‘বঙ্গবন্ধু সহজতর পাঠ’ বই উপহার দিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ, লেখক ও গবেষক বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান।
রবিবার বিকেলে হিলির ফেরদৌস আলী খান মডেল স্কুল এন্ড কলেজের আয়োজনে কলেজ চত্তরে হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে এই বই বিতরণ করা হয়।
এ সেখানে সময় উপস্থিত ছিলেন, জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, ফেরদৌস আলী খান মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ফেরদৌস আলী খান, উপজেলা নির্বাহী অফিসার নুর-এ আলম, পৌর মেয়র জামিল হোসেন, হিলি জামিয়া আজীজিয়া মাদ্রাসার মুহতামিম শামসুল হুদা খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলনসহ অনেকে।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।