দিনাজপুরের হিলিতে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় শ্রমিক লীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। হাকিমপুর থানা ও পৌর শ্রমিকলীগের আয়োজনে মঙ্গলবার সকাল ৯টায় হিলি বাজারস্থ দলীয় কার্যালয়ে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এর পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহতদের স্মরনে বিশেষ দোয়া করা হয়।
এর পরে সেখানে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা হয় ও সকলকে তা খাওয়ানো হয়। পরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে থানা ও পৌর শ্রমিকলীগের পক্ষ থেকে সাধারন মানুষের মাঝে মাস্ক বিতারণ করা হয়। এসময় সেখানে পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মোর্শেদ, সাধারন সম্পাদক হামিদুল ইসলাম, পৌর শ্রমিকলীগের সভাপতি আইয়ুব আলী, সাধারন সম্পাদক খোরশেদ আলম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, পৌরকৃষকলীগের সাধারন সম্পাদক রাকিব হোসেনসহ অনেকেই উপস্থিত ছিলেন।
সাইফুল ইসলাম সুমন,অননিউজ24।।