দিনাজপুরের হিলিতে সড়কের পাশের ধানক্ষেত থেকে কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় এক নবজাতক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল ১০টায় উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের খাট্টাউছনা ও জাংগই এই দুটি গ্রামের মাঝামাঝি স্থানে সড়কের পাশের ধান ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম জানান, স্থানীয়দের কাছ থেকে সড়কের পাশে নবজতাকের মরদেহ পড়ে থাকার খবর পাই। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে নবজাতকের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। মরদেহটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর এমরহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।