দিনাজপুরের হিলিতে ধান ক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় ১৯৭১ সালের মহান যুদ্ধকালীন সময়ে ব্যবহৃত দুটি মর্টারসেল উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় হিলির মহেশপুর গ্রামের ইউসুফ আলীর বাড়ির পাশের ধান ক্ষেত থেকে মটারসেল দুইটি উদ্ধার করেন পুলিশ।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সায়েম মিয়া জানান, আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় উপজেলার মহেশপুর গ্রামের কৃষক ইউসুফ আলী তার ধানের জমিতে পানি দিতে যায়। এসময় জমিতে পানি ঢোকানোর জন্য কোদাল দিয়ে আইল কাটতে গেলে তাতে শক্ত কিছু বাধে। সেখানকার মাটি খুড়ে দুটি মর্টারশেল উদ্ধার হয় পরে সে গ্রাম পুলিশকে খবর দেয়। গ্রামপুলিশের মাধ্যমে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ইউসুফ আলীর বাড়ি থেকে মর্টারশেল দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। ১২ কেজি ওজনের মর্টার শেল দুটি নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে। ধারণা করা হচ্ছে মর্টারশেল দুটি মুক্তিযোদ্ধ চলাকালীন সময়ে ফেলা হয়েছিলো।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com