দিনাজপুরের হিলিতে নানা কর্মসুচীর মধ্য দিয়ে ৩রা নভেম্বর জেল হত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে হাকিমপুর উপজেলা ও পৌর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে বুধবার সকাল ১০টায় হিলি বাজারস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করন করা হয় ও কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির শুভসুচনা করা হয়।
পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত জাতীয় চার নেতার প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পন করা হয়। পরে সকল নিহতদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌরমেয়র জামিল হোসেন চলন্ত।
এতে আরো উপস্থিত ছিলে পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কাহের আলী, সাধারন সম্পাদক তৌহিদ ইসলাম,পৌর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আতাউর রহমান কাজলসহ সহযোগী সংগঠন সমূহের নেতা কর্মীরা।
আয়েশা আক্তার/অননিউজ24