দিনাজপুরের হিলিতে ঈদ উপলক্ষ্যে ভূমিহীন ও গৃহহীন ৪০টি পরিবারের মাঝে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে জমি সহ বাড়ী হস্তান্তর করা হয়েছে।
সোমবার দুপুর ১২টায় গনভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালী উপস্থিত থেকে এসব বাড়ি হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। পরে প্রধানমন্ত্রীর পক্ষে দিনাজপুর- ৬ আসনের সাংসদ শিবলী সাদিক হাকিমপুর উপজেলা পরিষদের হলরুমে এসব পরিবারের হাতে জমিসহ বাড়ির দলিল হস্তান্তর করেন।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর এ আলমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ, ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহীন, কৃষি অফিসার ড.মমতাজ সুলতানা, ওসি খায়রুল বাশার, বোয়ালদাড় ইউপি চেয়ারম্যান ছদরুল ইসলাম, হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন সহ অনেকে। পরে জমিসহ ঘর পাওয়া ৪০টি পরিবারের মাঝে চাল, ডাল,তেলসহ শুকনা খাবার বিতরন করা হয়।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।