হিলিতে বাংলাদেশ স্থলবন্দর কতৃপক্ষের প্রতিষ্ঠা বার্ষিকী ও স্থলবন্দর সেবাসপ্তাহের উদ্বোধন

হিলি প্রতিনিধি।।

স্থল পথে বানিজ্য বৃদ্ধি দেশে আনবে উন্নয়ন ও সমৃদ্ধি” এমন স্লোগানে দিনাজপুরের হিলিতে আলোচনাসভা ও কেককাটার মধ্য দিয়ে বাংলাদেশ স্থলবন্দর কতৃপক্ষের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। একইসাথে ১৪ থেকে ২০জুন পর্যন্ত স্থলবন্দর সেবাসপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

দিনটি উপলক্ষে বাংলাদেশ স্থলবন্দর কতৃপক্ষের আয়োজনে পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের সৌজন্যে মঙ্গলবার দুপুর ১২টায় বন্দরের সন্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বাংলাদেশ স্থলবন্দর কতৃপক্ষ প্রতিষ্ঠার তাৎপর্য তুলে ধরেন। সেই সাথে বন্দর থেকে শত শত কোটি টাকা রাজস্ব দিলেও হিলি স্থলবন্দরের সড়কগুলো খুবই জরাজীর্ন তাই বন্দর দিয়ে আমদানি রফতানি বানিজ্য বৃদ্ধির লক্ষ্যে সড়কগুলো চারলেনে উন্নিতকরনসহ বন্দরের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহনের কথা তুলে ধরেন। এর পরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে অতিথিদের নিয়ে কেককাটা হয়।

বাংলাদেশ স্থলবন্দর কর্তপক্ষের সুপার রাসেল শেখের সভাপতিত্বে এসময় সেখানে উপস্থিত ছিলেন হিলি স্থল শুল্ক স্টেশনের উপকমিশনার কামরুল ইসলাম, রাজস্ব কর্মকর্তা এস এম নুরুল আলম খান, বাংলাহিলি কাস্টমস সিআ্যন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সহসভাপতি আব্দুল আজিজ, পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার অশিত স্যানাল, জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেনসহ অনেকেই উপস্থিত ছিলেন।

আরো দেখুনঃ