দিনাজপুরের হাকিমপুর (হিলি) ঊপজেলার বোয়ালদাড় ইঊনিয়ন পরিষদ নির্বাচনে নিজের ব্যালট পেপারের সাথে বাড়তি ব্যালট পেপার প্রদানের দায়ে রিয়াদ আহমেদ নামের (২০) এক ভোটারকে আটক করা হয়েছে। এ ঘটনায় তাকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে চেংগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এই ঘটনা ঘটে। রিয়াদ আহমেদ চেংগ্রাম গ্রামের জোব্বার হোসেনের ছেলে। চেংগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার মাহমুদুনববী বলেন, ওই যুবক এবারই প্রথম ভোটার, দুপুরে ভোট দিতে কেন্দ্রে আসেন। যথারীতি ব্যালট পেপার তাকে দেওয়া হয়, ব্যালট পেপারে সিল মেরে ব্যালট বাক্সে প্রদান করছিলেন।
ঠিক এ সময় তার কাছে নিজের ব্যালটের সাথে অতিরিক্ত ব্যালট রয়েছে যা তিনি বাক্সে পেপার প্রদান করছেন এমন অভিযোগ পেয়ে পুলিশ সদস্যরা তাকে আটক করেন। এসময় তার কাছে নিজের ব্যালট পেপারের সাথে এক চেয়ারম্যান প্রার্থীর ৩ টি ব্যালট পেপার পাওয়া যায়। এ ঘটনায় কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত নির্বাহী ম্যাজিষ্টেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৫ হাজার টাকা জরিমানা করেন।
আয়েশা আক্তার/অননিউজ24