দিনাজপুরের হিলিতে নির্ধারীত দামের চেয়ে বাড়তি মুল্যে ভোজ্যতেল বিক্রির দায়ে ৩টি দোকানকে ১১হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুর দেড়টার দিকে হিলি বাজারে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম এই জরিমানা করেন।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম বলেন,তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মুল্যের যে একটা অস্তিতিশীলতা সারাদেশ জুড়েই বিরাজ করছে। সেই ধারাবাহিকতায় আমাদের হিলিতেও মুল্যবৃদ্ধিসহ অন্যান্য বিষয়ে একটা জটিলতা দেখা দিয়েছিল। এরই পেক্ষিতে আজকে আমরা হিলি বাজারে অভিযান চালিয়েছি।এসময় আমরা প্রত্যেক ব্যবসায়ী যারা তেলসহ এধরনের নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রি করেন। সেখানে গিয়ে তাদের সংরক্ষনে যেসব দ্রব্য রয়েছে বিশেষ করে সয়াবিন তেল বা ভোজ্য তেল সেগুলোর কাগজপত্র যাচাই বাছাই করেছি। বাজারে পর্যাপ্ত পরিমানে ভোজ্যতেল মজুদ রয়েছে আমাদের জনগনের যে চাহীদা সেটি পুরন করার মতো তেল রয়েছে। এর মধ্যে কোন ব্যবসায়ী যেন অতিরিক্ত মুল্যে বিক্রি না করে সেটি আমরা নিশ্চিত করার চেষ্টা করেছি। এসময় নির্ধারীত দামের চেয়ে বাড়তি দামে তেল বিক্রির দায়ে ৩টি দোকানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সবাইকে এব্যাপারে এবিষয়ে সতর্ক করা হয়েছে অহেতুক লাভের আশায় কোনধরনের কারসাজি করতে চাই তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। সেই সাথে কেউ যেন নির্ধারীত দামের চেয়ে বাড়তি মুল্যে ভোজ্যতেল বিক্রি ও মজুদ করতে না পারে সেলক্ষ্যে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।