দিনাজপুরের হিলিতে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক ৯ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত সাড়ে ৩টায় হিলির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, সোহেল রানা (৩০), লিয়াকত আলী (৪৫), সাইদুল ইসলাম (৩৫), গোলাম মাবুদ (৩০), রবিউল ইসলাম (৩০), সোহরাব হোসেন (৪০), সেকেন্দার আলী (৪০), বিপ্লব আলী (৩০), সাজু মন্ডল (৩৭)। তাদের সকলের বাড়ি হিলির বিভিন্ন এলাকার।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীদের গ্রেফতারে গতকাল রাতে হিলির বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এসময় বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক ৯ আসামীকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এরা সকলেই পলাতক ছিলেন, এদের বিরুদ্ধে আদালত কতৃক গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। পরে তাদের সকলকে আজ মঙ্গলবার সকালে দিনাজপুর আদালতে প্রেরন করা হয়েছে।