হিলি বাংলাদেশ সরকার ও জাইকার অর্থায়নে দিনাজপুরের হিলিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ হাসপাতালে কম্পিউটার,ফ্যান ও মেডিক্যাল যন্ত্রাপাতি বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে এসব সামগ্রী বিতরণ করা হয়।
এ উপলক্ষে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: পারুল নাহার, উপজেলা প্রকৌশলী মো: মনোয়ার হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের হাতে এসব সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দরা।
এফআর/অননিউজ