দিনাজপুরের হিলিতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারন ও বীরত্বগাথা,মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
হাকিমপুর(হিলি)পৌরসভার আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১টায় পৌরসভা কার্যালয়ের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, সুধিজন, ব্যবসায়ী, রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন। এতে বক্তারা মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদানের কথা তুলে ধরে বক্তব্য রাখেন। সেই সাথে মহান মুক্তিযুদ্ধের নানা স্মৃতিচারন করেন তারা। এসময় পৌরমেয়র হিলি পৌরসভার সকল রাস্তা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নামে নামকরন ও পৌরমেয়রের কক্ষে তার পাশে বীর মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত চেয়ার রাখান ঘোষনা দেন।
হাকিমপুর (হিলি) পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম,হিলি মাদ্রাসার মুহতামিম সামছুল ইসলাম, পৌর আওয়ামিলীগের সাধারন সম্পাদক নাসিম আহমেদ টুকুসহ অনেকে।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com