দিনাজপুরের হিলিতে লাইসেন্সবিহীনভাবে দোকান পরিচালনা ও মেয়াদ উত্তীর্ন ওষধ বিক্রির দায়ে এক ভেটেরিনারী ফার্মেন্সির মালিককে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার সন্ধ্যায় হিলি বাজারে ওই ফার্মেন্সিতে অভিযান চালিয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম এই জরিমানা করেন।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম বলেন, লাইসেন্সবিহীন ভাবে ফার্মেন্সি ব্যবসা পরিচালনা করা হচ্ছিল। যেখানে গবাদি পশুর বিভিন্ন ওষধ ও এন্টিবায়োটিক বিক্রি করা হচ্ছিল। এছাড়া সেখানে মেয়াদ উত্তীর্ন ওষধ বিক্রির একটা অভিযোগ ছিল অভিযানে যার সত্যতা পাওয়া গেছে। যার কারনে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে লাইসেন্সবিহীনভাবে ফার্মেন্সি চালানোর কারনে সেই ফার্মেন্সিটি বন্ধ করে দেওয়া হয়েছে। কেউ যেন লাইসেন্স ব্যাতিত এই ধরনের ব্যবসা না করে এই বিষয়টি প্রচারনার লক্ষ্যেই আজকের এই অভিযান।জনস্বার্থ রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com