দিনাজপুরের হিলিতে যথাযোগ্য মর্যাদায় ১লা বৈশাখ ১৪২৯ বাংলা নববর্ষ পালনে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় র্যালী, আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুকিশোরদের চিত্রাংকন প্রতিযোগীতার মধ্য দিয়ে বাংলা নববর্ষ পালনের সিন্ধান্ত গৃহিত হয়।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান শাহিনুর রেজা, বোয়ালদাড় ইউপি চেয়ারম্যান সদরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সজল কান্তি রায়, প্রানীসম্পদ অফিসের ভেটিরিনারী সার্জন ডা.রতন কুমার,সহকারি প্রোগ্রামার জান্নাতুন ফেরদৌসসহ অনেকে।