”মা ও শিশুর জীবন বাচাতে স্বাস্থ্য কেন্দ্রে হবে যেতে ”এমন প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরের হিলিতে র্যালী ও আলোচনাসভার মধ্য দিয়ে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে শনিবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর হতে একটি র্যালী বের করা হয়। র্যালীটি হিলি স্থলবন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবারো একইস্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা নিরাপদ মাতৃত্ব দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। সেই সাথে কম বয়সে নারীদের বিবাহ না দেওয়া ও বাচ্চা না নেওয়ার কথা বলেন, প্রাপ্ত বয়স্ক হওয়ার পরেই নারীদের বিয়েসহ উপযুক্ত সময়ে বাচ্চা নেওয়ার কথা বলেন বক্তারা। এছাড়া গর্ভবতি হওয়ার পর থেকেই নারীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত চেকআপ করতে আসার পরামর্শ প্রদান করেন তারা।
হাকিপমুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.সুলতান মাহমুদ এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ড.হুমায়ন কবির, ডা.তন্ময় সরকারসহ অনেকে।