হিলিতে শতাধিক গর্ভবতী মায়েদের মাঝে মাতৃত্বকালীন ভাতার কার্ড প্রদান

হিলি প্রতিনিধি।।

দিনাজপুরের হিলিতে সুস্থ্য সবল সন্তান জন্মদানের লক্ষ্যে ও সামাজিক নিরাপত্তা বলয় সৃষ্টির লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে গর্ভবতী মায়েদের মাঝে মাতৃত্বকালীন ভাতার কার্ড বিতরন করা হয়েছে।

হাকিমপুর (হিলি) পৌরসভার আয়োজনে বুধবার দুপুর ১২টায় পৌরসভা কার্যালয়ে হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশীদ এই কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় ১শজন গর্ভবতী মায়েদের হাতে এই ভাতার কার্ড বিতরন করা হয়। ব্যাংকে গিয়ে দীর্ঘক্ষন দাড়িয়ে থেকে টাকা পেতে দুর্ভোগ পোহাতে হত গর্ভবতী মায়েদের সেই দুর্ভোগ কমাতে পৌরসভা কার্যালয়ে ব্যাংকের বুথ স্থাপনের মধ্য দিয়ে এই ভাতা প্রদানের ব্যবস্থা নেয় পৌরকতৃপক্ষ।

এসময় সেখানে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, পৌরমেয়র জামিল হোসেন চলন্ত, প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম, পৌরআওয়ামীলীগের সাধারন সম্পাদক নাসিম আহমেদ টুকু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম, ব্যাংক কর্মকর্তাসহ অনেকে উপস্থিত ছিলেন।

আরো দেখুনঃ