হিলিতে সৌরবিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে সেচ সংযোগ গ্রহনে গ্রাহক সচেতন সভা
সালাহউদ্দিন বকুল, হিলি প্রতিনিধি।।
দিনাজপুরের হিলিতে কৃষকের ধানের উৎপাদন খরচ কমাতে সৌরবিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে সেচ সংযোগ গ্রহনে গ্রাহক উদ্ভুদ্ধকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১টায় হাকিমপুর উপজেলা পরিষদের হলরুমে এই উদ্ভুদ্ধকরন সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা সৌরবিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে সেচ সংযোগ গ্রহনের মাধ্যমে কৃষকের ধানের উৎপাদন খরচ অর্ধেকে নামানোসহ বিভিন্ন সুযোগ সুবিধার দিক তুলে ধরে বক্তব্য রাখেন।
হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশীদের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক শহিদুল করিম, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান শাহিনুর রেজা, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার আমজাদ হোসেন, কৃষি সম্প্রসারন অফিসার মেজবাহুর রহমানসহ অনেকে।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।