দিনাজপুরের হিলিতে স্বাস্থ্যবিধি না মানায় মাস্ক না পড়ায় এবং হেলেমেট বিহীনভাবে মোটরসাইকেল চালানোয় মোটরসাইকেল চালকসহ ৯জনকে ১হাজার ৪শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে হিলির চেকপোষ্ট সড়কে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের এই জরিমানা করেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নুর এ আলম।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম বলেন, করোনা সংক্রামন রোধে সরকারি যেসকল নির্দেশনা জারী করা হয়েছে সেবিষয় সম্পর্কে পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে মাইকিং এর মাধ্যমে সাধারন মানুষকে সচেতন করার চেষ্টা চালানো হয়েছে। এর পরেও মানুষজন সেগুলো মানছে কিনা সেটি নিশ্চিতে অভিযান পরিচালনা করেছি।
আজকে স্বাস্থ্যবিধি না মানায় মাস্ক না পড়ায় এবং হেলমেটবিহীনভাবে মোটরসাইকেল চালানোয় সড়ক পরিবহন আইনে মোটরসাইকেল চালকসহ ৯জনকে ১হাজার ৪শ টাকা জরিমানা করা হয়েছে। করোনা সংক্রামন রোধে আমাদের এই ধরনের অভিযান অব্যহৃত থাকবে যতক্ষন না পর্যন্ত জনগনকে পুরোপুরি স্বাস্থ্যবিধি মানার বিষয়ে সচেতন করা না যায়।