বিদেশ থেকে তেলের আমদানি নির্ভরতা কমাতে ও দেশে সরিষার উৎপাদন বৃদ্ধিতে দিনাজপুরের হিলিতে প্রান্তিক পর্যায়ের ৯৬০জন কৃষককে বিনামুল্যে সরিষার বীজ ও সার বিতরন বিতরন করা হয়েছে।
২০২১-২২অর্থবছরে রবি মৌসুমে সরিষার উৎপাদন বাড়াতে কৃষি প্রনোদনা কর্মসুচীর আওতায় হাকিমপুর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে বুধবার বিকেল ৪টায় উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মাঝে বিনামুল্যে এসব সার ও বীজ বিতরন করা হয়। হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম তাদের মাঝে এসব বীজ ও সার বিতরন করেন। এসময় ৯৬০জন কৃষকের মাঝে প্রত্যেককে ১কেজি করে সরিষার বীজ, ১০কেজি করে ড্যাপ সার, ১০ কেজি করে এমওপি সার বিতরন করা হয়।সেইসাথে কৃষি অফিসের পক্ষ থেকে সকল কৃষককে সরিষার চাষাবাদ পদ্ধতি সম্পর্কে অবহিত করা হয়।
এসময় সেখানে উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, উপজেলা কৃষি অফিসার ড.মমতাজ সুলতানা, অতিরিক্ত কৃষি অফিসার আরজেনা বেগম, কৃষি সম্প্রসারন অফিসার মেজবাহুর রহমান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এমদাদুল হক চৌধূরীসহ অনেকে উপস্থিত ছিলেন।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।