দিনাজপুরের হিলিতে বাজারগুলোতে মৌসুমের খানিকটা আগে ভাগেই উঠতে শুরু করেছে নতুন আলু। তবে দাম অনেকটা বেশী প্রতি কেজি নতুন আলু বিক্রি হচ্ছে ১শ ২০টাকা দরে। নতুন হিসেবে কেউ নিলেও অনেকে দাম বেশীর কারনে ইচ্ছা থাকলেও নিতে পারছেনা।
বৃহস্পতিবার হিলির কাচাবাজারে বিভিন্ন দোকানে নতুন আলু দেখা গেছে। তবে এখনো পুরোপুরি মৌসুম শুরু না হওয়ায় আলুর আকার খুব একটা বড় হয়নি বা পুরো হয়নি ভালো দামের আশায় কৃষকরা আগেই আলু তুলে বাজারে বিক্রি শুরু করেছেন।
হিলি বাজারে আলু ক্রয় করা সিদ্দিক হোসেন বলেন, মৌসুমের নতুন আলু তাই স্বাদ গ্রহনের জন্য নতুন আলু নেওয়া এছাড়া বাড়ি থেকে স্ত্রী বলে দিয়েছিল বাজারে নতুন আলু উঠামাত্র নেওয়ার জন্য। সেকারনে আজকে নতুন আলু বাজারে দেখেই নিলাম তবে দামটা একটু বেশী হওয়ার কারনে ৬০টাকায় হাফকেজি আলু ক্রয় করলাম। দাম যদি কম হতো তাহলে সবাই কিনতে পারতো নতুন আলুর স্বাদ গ্রহন করতে পারতো।
হিলি বাজারের কাচাপণ্য বিক্রেতা ইলিয়াস হোসেন বলেন, এখনো বাজারে পুরাতন আলুর যথেষ্ট সরবরাহ রয়েছে যা আমরা ১৫ থেকে ২০টাকা কেজি বিক্রি হচ্ছে। সাধারনত জয়পুরহাটের কালাই, ক্ষেতলাল ও পার্শ্ববর্তী বিরামপুর অঞ্চলে প্রচুর পরিমানে আলুর আবাদ হয়। আমাদের হিলিতে আলুর তেমন আবাদ না হওয়ার কারনে মুলত সেই অঞ্চলের আলু দিয়েই আমাদের স্থানীয় চাহীদা মেটানো হয়।
তবে এখনো ওইসব অঞ্চলে নতুন আলু উঠা শুরু হয়নি, আর অল্পকিছুদিনের মধ্যে এসব অঞ্চলে আলু উঠা শুরু হবে। তবে এর আগেই পার্শ্ববর্তী পাচবিবি উপজেলার সীমান্তবর্তী এলাকায় নতুন আলু উঠতে শুরু করেছে। আলু পুরোপুরি এখনো প্রস্তুত না হলেও ভালো দামের আশায় কৃষকরা আলু তুলে বাজারে বিক্রি করছেন।
নতুন হওয়ার কারনে আলুর দাম ভালো পাচ্ছেন। আজকেই আমাদের বাজারে নতুন আলু উঠেছে আমরা ১শ টাকা কেজি ক্রয় করে ১শ ২০টাকা কেজি দরে বিক্রি করছি। নতুন হওয়ার কারনে দাম একটু বেশী তবে আরো কিছু দিন গেলে অন্যান্য অঞ্চলের আলু উঠতে শুরু করলে বাজারে সরবরাহ বারলে দাম কমে আসবে।
আয়েশা আক্তার/অননিউজ24
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com