পেয়াজের আমদানি কম হলেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে আবারো কমতির দিকে পেয়াজের দাম। মাত্র একদিনের ব্যবধানে পেয়াজের দাম কমেছে কেজিতে ১টাকা করে। একদিন পুর্বে প্রতি কেজি ইন্দোর জাতের পেয়াজ প্রকারভেদে ৩২থেকে ৩৩টাকা বিক্রি হলেও তা কমে এখন ৩১ থেকে ৩২টাকা দরে বিক্রি হচ্ছে। এদিকে পেয়াজের বাড়তি দামের কারনে বন্দরে পেয়াজ কিনতে আসা বিপাকে পড়েছেন যার কারনে পেয়াজ ক্রয় কমিয়ে দিয়েছেন অপরদিকে বিপাকে পড়েছেন নিন্ম আয়ের মানুষজন।
হিলি স্থলবন্দরের পেয়াজ ব্যবসায়ী সেলিম হোসেন বলেন, সম্প্রতি ভারতে বৃষ্টিপাত হওয়ায় বিভিন্ন মোকামে নুতন পেয়াজ উঠাতে না পারায় সরবরাহ কমায় পুরানো পেয়াজের দাম বাড়িয়ে দিয়েছেন। এর উপর ঘুর্নিঝড় জাওয়াদের প্রভাবে বৈরি আবহাওয়ার কারনে নৌপথ দিয়ে মিয়ানমার থেকে পেয়াজ আমদানি বন্ধ রয়েছে যার কারনে বাজারে শুধু ভারতীয় পেয়াজের সরবরাহ রয়েছে। এতে চাহীদার তুলনায় কমায় পেয়াজের সরবরাহ কম থাকায় দাম বাড়তির দিকে রয়েছে। তবে হঠাৎ করে পেয়াজের দাম বাড়ায় মোকামগুলোতে পেয়াজ ক্রয় কমিয়ে দেওয়ার কারনে চাহীদা কমেছ যার কারনে আমদানি কম হলেও দাম কমেছে। দুয়েকদিনের মধ্যে আবহাওয়া ভালো হলে মিয়ানমার থেকে পেয়াজ আমদানি শুরু হলে পেয়াজের দাম আবারো কমে আসবে।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, হিলি স্থলবন্দর দিয়ে পেয়াজের আমদানি অব্যাহত রয়েছে তবে তা আগের দিনের তুলনায় কিছুটা কম। শনিবার বন্দর দিয়ে ২৮টি ট্রাকে ৯৪৮টন পেয়াজ আমদানি হলেও রবিবার বন্দর দিয়ে ১৫টি ট্রাকে ৪০৩টন পেয়াজ আমদানি হয়েছে। আজো বন্দর দিয়ে পেয়াজের আমদানি অব্যাহত রয়েছে।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।