দিনাজপুরের হিলি স্থলবন্দরে কর্মরত শ্রমিকদের নিয়ে তাদের মৌলিক পুষ্টি ও নিরাপদ খাদ্য বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শ্রম অধিদপ্তরের আয়োজনে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত হিলি স্থলবন্দরের সভাকক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বন্দরে কর্মরত বিভিন্ন দলের দলনেতাসহ বিপুল সংখ্যক শ্রমিকরা উপস্থিত ছিলেন। এতে বক্তারা শ্রমিকদের সুস্থ্য সবল থাকতে তাদের প্রতিদিনের পুষ্টি চাহীদার বিষয়টির কথা তুলে ধরে বক্তব্য রাখেন। সেই সাথে তাদের পুষ্টি চাহীদা মেটাতে প্রতিদিন সকল শ্রমিককে একটি করে ডিম খাওয়ার পরামর্শ দেন। এছাড়া নিরাপদ খাদ্য খাওয়ার বিষয়ে ও হাত ধুয়ে খাবার খাওয়ার প্রতি জোর দেন বক্তারা।
এতে উপস্থিত ছিলেন শ্রম অধিদপ্তরের পরিচালক গিয়াস উদ্দিন, হিসাবরক্ষন কর্মকর্তা শরিফুল ইসলাম, দিনাজপুর আঞ্চলিক শ্রম দপ্তরের উপপরিচালক আবুল বাশার, বাংলাদেশ স্থলবন্দর কতৃপক্ষের সুপারিনটেনডেন্ট রাসেল শেখ, হিলি পোর্টের উপদেষ্টা অব.যুগ্মসচিব আলমগীর হোসেন, ম্যানেজার এসএম হায়দার, অশিত স্যানাল, জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেনসহ অনেকে।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।