বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর মুঠোফোন কক্সবাজারের হোটেল-মোটেল জোনের একটি হোটেল থেকে চুরি হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার সিলিটন নামে একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে ফোনটি চুরি হয়। সেখানে বিশ্রাম নিচ্ছিলেন এই নেতা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারের সমন্বয়ক সাগর জানান, পেকুয়া-চকরিয়ায় শহিদদের পরিবারের সঙ্গে দেখা করতে গতকাল বুধবার সেখানে যান হাসনাত আব্দুল্লাহ। সেখান থেকে বৃহস্পতিবার ছাত্র-জনতার আলোচনাসভায় যোগ দিতে কক্সবাজার শহরে আসেন।
কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, দুপুরের দিকে হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন তার ফোনটি চুরি হয়েছে। পুলিশ তার ফোন উদ্ধারে চেষ্টা চালাচ্ছে।