স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গত সোমবার ঢাকার কারওয়ান বাজার পান্থপথ সংলগ্ন রয়েল টাওয়ারে হোটেল রয়েল বেঙ্গল উদ্ধোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোটেল রয়েল বেঙ্গল ও সোনারগাও রয়েল রিসোর্টের চেয়ারম্যান শেখ সাঈদুর রহমান।
হোটেল রয়েল বেঙ্গল এর আন্তর্জাতিক মান ধরে রাখবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশে এই মানের হোটেলের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। কারণ, দেশ বিদেশের গ্রাহকগণ স্বল্পমূল্যে আধুনিক সুবিধা গ্রহণে আগ্রহী।
তিনি বলেন, রয়েল গ্রুপের হোটেলগুলো দীর্ঘদিন ধরে উন্নতমানের সেবা দিয়ে আসছে। এতে একদিকে গ্রাহক উপকৃত হচ্ছেন এবং অনেক লোকের কর্মসংস্থান হচ্ছে। অনুষ্ঠানে ইস্টার্ন ইউনিভার্সিটির চেয়ারম্যান মোঃ আলী আজ্জম, সাবেক চেয়ারম্যান মো. এনায়েত উল্লাহ, ভিসি প্রফেসর ডঃ শহীদ আক্তার হোসাইন, এজে গ্রুপের চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ডিরেক্টর খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ, ব্রাক্ষনবাড়ীয়া সদর উপজেলা চেয়ারম্যান ফিরুজুর রহমান, হোটেলের সিইও হুমায়ুন কবির ফাহাদ প্রমুখ বক্তব্য রাখেন।
শান্ত/অননিউজ