সুমন চিশতী,(কুমিল্লা)
কুমিল্লায় চুরি করে মোটর সাইকেল নিয়ে নিয়ে পালানোর সময় আবু সিদ্দিক নামের এক আন্তজেলা পেশাদার চোরকে হাতেনাতে আটক করে কোতোয়ালী থানা পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) খন্দকার আশফাকুজ্জামান জানান যে গত ২৩ মে সন্ধ্যা ৭টার সময় কোতয়ালী থানার দক্ষিণ জামবাড়ী গ্রামের মোঃ মোহন মিয়া (৫৫) মোটর সাইকেলটি রাজগঞ্জ এলাকায় রাস্তার পাশে রেখে খাবার নেওয়ার জন্য বেকারীতে প্রবেশ করে। সেই সুযোগে আন্ত:জেলা চোর চক্রের সক্রিয় সদস্য মো: আবু সিদ্দিক(৪০), পিতা-চাঁন মিয়া,গ্রাম কোলাগাঁও, পো: চরকানাই, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রাম হোন্ডার লক ভেঙ্গে চুরি করে নিয়ে যাওয়ার সময় রাজগঞ্জ মোড়ে জ্যামের মধ্যে আসামী মো: আবু সিদ্দিক(৪০)কে মোটর সাইকেল সহ আটকে পড়ায় কোতয়ালী থানা পুলিশের ডিউটিরত এসআই এসআই(নিঃ) খাজু মিয়া সঙ্গীয় ফোর্সসহ দৌড়ে হোন্ডা সহ আসামীকে আটক করেন। আসামীর বিরুদ্ধে নোয়াখালী এবং ফেনীতে পূর্বের ০২ টি চুরির মামলা আদালতে বিচারাধীন। বর্ণিত ঘটনায় আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এসকেডি/অননিউজ