নড়াইল প্রতিনিধি।।
উচ্চ আদালতের নিদের্শনাকে অধিনস্থ আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবী মামলায় নির্বিচারে গ্রেপ্তার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানী, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি ও আওয়ামী সরকারের সর্বগ্রাসী দূর্নীতির প্রতিবাদে এবং ১০ দফার দাবী বাস্তবায়নের দাবিতে নড়াইলে বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭) দুপুরে নড়াইল জেলা বিএনপির আয়োজনে শহরতলীর নাকসী-মাদ্রাসা বাজার এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে জনসমাবেশে বক্তব্য দেন প্রধান অতিথি জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নড়াইল জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক আ্যাডভোকেট মাহাবুব মোর্শেদ জাপল, আলী হাসান, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, দপ্তর সম্পাদক টিপু সুলতান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগম, নড়াইল সদর উপজেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান আলেক, যুগ্ম আহবায়ক রিয়াজুল ইসলাম টিংকু, লোহাগড়া উপজেলা বিএনপির আহবায়ক জিএম নজরুল ইসলাম, কালিয়া উপজেলা বিএনপির আহবায়ক সরদার আনোয়ার হোসেন, সদস্য সচিব স.ম ওয়াহিদুজ্জামান মিলু, কালিয়া পৌর বিএনপির আহবায়ক শেখ সেলিম, সদস্য সচিব মনা মিয়া, জেলা কৃষকদলের আহবায়ক নবীর হোসেন, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান,সাধারণ সম্পাদক শাহাদত কবীর রুবেল, সহ-সাধারণ সম্পাদক আহাদুজ্জান বাটু, যুবনেতা আমিন, তানভির মোল্যা, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক খন্দকার ফসিয়ার রহমান, সদস্য সচিব খন্দকার মঞ্জুরুল হাসান বাবু, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ^াস, সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান সানি, যুগ্ম সাধারণ সম্পাদক লিটন শেখ, সাংগঠনিক সম্পাদক সাথিল, লোহাগড়া সরকারী আদর্শ কলেজ ছাত্রদলের আহবায়ক ফরহাদ ইসলাম, লোহাগড়া উপজেলা ছাত্রদলের আহবায়ক এসএম গিয়াস উদ্দিন জুয়েল, পৌর ছাত্রদলের আহবায়ক রিয়াজুল ইসলাম মুন্না প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, ‘সমগ্র বাংলাদেশ একটি জল্লাদ খানায় পরিনত হয়েছে। আর এ জল্লাদ খানার নেতৃত্ব দিচ্ছেন শেখ হাসিনা। আওয়ামীলীগ দেশের সমস্ত প্রকার গনতান্ত্রিক ব্যবস্থাকে ধবংস করে দেশকে ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিনত করেছে। এ সরকার হাজার হাজার ছেলেকে গুম করেছে, হত্যা করেছে, স্ত্রীর সামনে স্বামীকে তুলে নিয়েছে। দ্রব্যমূল্যের উর্দ্ধগতির কারনে সাধারন মানুষ আজ ঠিক মত খেতে পারে না।
এসকেডি/অননিউজ