নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সন্ধ্যা সাড়ে ৭টায় মহানগর আওয়ামী লীগের মিলনায়তনে ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কুমিল্লা সদর আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহারের দিকনির্দেশনায় ওয়ার্ড আওয়ামীলীগের কার্যকরী কমিটির নেতৃবৃন্দদের সাথে ধারাবাহিকভাবে মতবিনিময় সভা চলছে।
মহানগর আওয়ামীলীগ কার্যালয়ে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট জহিরুল ইসলাম সেলিম। প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আরাফানুল হক রিফাত।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি আবিদুর রহমান জাহাঙ্গীর , যুগ্ম সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুল ইসলামন শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ নুরুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই বাবলু, সাংগঠনিক সম্পাদক চিত্তরঞ্জন ভৌমিক, সদর উপজেলা চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সদস্য এডভোকেট আমিনুল ইসলাম টুটুল, মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শিব প্রসাদ রায়, শ্রম সম্পাদক হাসান খসরু, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক হাবীবুর সায়েরিন সাযের, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ ফরিদ আব্দুল ফাত্তাহ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সরকার মাহমুদ জাভেদ , উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক এনামুল হক এনাম, সদস্য শ্যামল ভট্টাচার্য , উপদেষ্টা সেলিম শিকদার প্রমুখ।
এছাড়া সভায় ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গুণেন্দ্র রতন, ১০ নং ওয়ার্ড কাউন্সিলর মঞ্জুরুল কাদের মনিসহ মহানগর আওয়ামীলীগ এবং ওয়ার্ড আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এফআর/অননিউজ