সবশেষ ১০ বিসিএসের মধ্যে সর্বোচ্চ ক্যাডার পদ নিয়ে ৪৬তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে আজ বৃহস্পতিবার। গতকাল বুধবার জনপ্রশাসন বিভাগের নিয়োগ শাখা থেকে সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করা হয়।
জনপ্রশাসন বিভাগ জানিয়েছে, এবারের বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার পদ নির্দিষ্ট করা হয়েছে। এরই মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি কর্ম কমিশনে (পিএসসি) চাহিদাপত্র পাঠিয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ শাখার যুগ্ম সচিব সায়লা ফারজানা বলেন, মন্ত্রণালয় ৪৬তম বিসিএসের ক্যাডার ও নন-ক্যাডারের চাহিদাপত্র পিএসসিতে পাঠিয়েছে। এখন পিএসসি এর ওপর কাজ করে নিয়ম অনুসারে বিজ্ঞপ্তি প্রকাশ করবে।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস বলেন, ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের কাজ করা হচ্ছে। পিএসসি থেকে জানা যায়, তিন হাজার ১০০ ক্যাডার পদ এবং ৩০০টি নন-ক্যাডার পদ নির্দিষ্ট করে আজ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
এফআর/অননিউজ