১১৬বছর বয়সে নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব মুফতি মাওঃ আশরাফ আলীর ইন্তেকাল

নড়াইল প্রতিনিধি।।

দক্ষিণ বঙ্গের তথা ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত আলেম নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব মুফতি মাওলানা আশরাফ আলী ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজেউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ১১৬ বছর।

মঙ্গলবার (৪জুন)রাত আড়াইটার দিকে অসুস্থ অবস্থায় খুলনার সিটি হাসপাতালের ICU তে ভর্তি থাকা অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি এক স্ত্রী ৭ছেলে ও ৩মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন,গুণগ্রাহী রেখে গেছন। আশরাফ আলী অসুস্থ হওয়ার আগ পর্যন্ত নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদের খতিবের দায়িত্ব পালন করেছেন। একই
সাথে তিনি নড়াইল কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাযের ইমামতি করতেন। নড়াইলের আমেল সমাজ সহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষের মাঝে মাওলানা আশরাফ আলী খুবই প্রিয়ভাজন মানুষ ছিলেন।

আশরাফ আলী ছাত্র জীবনে ভারতের দেওয়াবাগ ও বাংলাদেশের গহরডাঙ্গা মাদ্রাসায় অনেক বড় বড় আলেমদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন। তার মৃত্যুতে নড়াইল আলেম সহ সাধারণ মহলে শোকের ছায়া নেমে এসেছে।

নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি ওয়াকিউজ্জামান জানান,আজ মঙ্গলবার বেলা ৩টায় মরহুমের গ্রামের বাড়ি নড়াইলের কালিয়ার জামরিলডাঙ্গায় জানাযার নামায শেষে দাফন সম্পন্ন হবে।

একে/অননিউজ24

আরো দেখুনঃ